ত্বকের উজ্জ্বলতা চাই? আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছেন? "আহা! যদি স্কিন একটু জ্বলজ্বল করতো!" চিন্তা নাই, আপনার জন্যই হাজির ৫টা মজাদার অথচ সিরিয়াসলি কার্যকরী হোম রেমেডি!
১. কাঁচা হলুদ—ত্বকের নিজস্ব Snapchat ফিল্টার
আমাদের নানু-দাদিরা যে গায়ে হলুদ দিতেন, সেটা শুধু বিয়ের আনুষ্ঠানিকতা ছিল না। এটা ছিল একটা শক্তিশালী স্কিন হ্যাক! কাঁচা হলুদ + দুধ + মধু মিশিয়ে মুখে লাগান। কয়েকদিন পর মনে হবে, আপনার গালে কেউ রিং লাইট সেট করে দিয়েছে! তবে সাবধান! বেশি লাগালে হলুদের ওপর কেউ ‘হলুদ কার্ড’ দেখাতে পারে!
২. টমেটো—ত্বকের নিজস্ব ব্লাশ অন
টমেটো শুধু সালাদে থাকলে চলবে? না! এতে আছে লাইকোপিন, যা ত্বককে উজ্জ্বল করে। ফ্রেশ টমেটোর রস মুখে লাগান, ১৫ মিনিট অপেক্ষা করুন, তারপর ধুয়ে ফেলুন। দেখবেন, ত্বক এমন চকচকে হবে যে, বন্ধুরা ভাববে আপনি গোপনে পার্লারে গিয়ে আসছেন! তবে সাবধান, মুখে বেশি রেখে দিলে কেউ আবার সস বানিয়ে খেয়ে ফেলতে পারে!
৩. মধু ও লেবুর কম্বো—প্রাকৃতিক গ্লো সিরাম
ত্বক উজ্জ্বল করতে মধু আর লেবুর রস মিশিয়ে মুখে লাগান। এতে ভিটামিন সি আছে, যা ত্বককে আলোকিত করে। মুখ ধোয়ার পর আয়নায় দেখবেন, যেন একদম ‘কাঁচের মতো’ স্কিন! তবে লেবুর পরিমাণ বেশি হলে মুখে জ্বালাপোড়া হতে পারে, তখন ভাববেন না যে স্কিন ব্রাইট হচ্ছে—বাস্তবে, আপনি নিজেই ‘জ্বলছেন’!
৪. দুধ আর বেসন—স্কিনের নিজের BB ক্রিম
মুখে দুধ ও বেসনের প্যাক লাগান, স্কিন এত সফট হবে যে আপনি নিজেই নিজের গাল টিপে দেখতে চাইবেন! ত্বক ফর্সা করবে, ব্রণ দূর করবে, আর স্কিন এত স্মুথ হবে যে মনে হবে কোনো ইনস্টাগ্রাম ফিল্টার অন করা! কিন্তু সাবধান! প্যাক ধুতে ভুলে গেলে কেউ আপনাকে ‘গোল্ডেন স্ট্যাচু’ ভেবে বসতে পারে!
৫. বরফ ম্যাসাজ—ত্বকের নিজস্ব কোল্ড ড্রিংক
চোখের ফোলা ভাব কমাতে আর মুখের গ্লো আনতে বরফ ম্যাসাজ করুন। ঠান্ডা বরফ মুখে লাগানোর পর যদি শক লাগে, তবে বুঝবেন স্কিন জেগে উঠছে! বরফ এত কাজের যে, ব্রেকআপের পর যেমন কোল্ড কফি খেলে ভালো লাগে, স্কিনের জন্যও এটা সমান জরুরি! তবে বেশি লাগিয়ে ঠান্ডা না লেগে যায়, তা দেখে নিন!
শেষ কথা:
স্কিন কেয়ারে লুকোচুরি নেই! নিয়মিত যত্ন নিলে ত্বক এমন জ্বলজ্বল করবে যে আপনার বন্ধুরা বলবে, "তুমি কি সত্যি, নাকি কোনো বিউটি অ্যাপের প্রোডাক্ট?" তাই ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিন, হাসিখুশি থাকুন, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন—"আজ আমি আমার স্কিনের ক্রাশ!"
TAGGED: #SkincareTips #GlowingSkin #HomeRemedies #BeautyHacks #NaturalSkincare #FunnyTips #DIYSkincare